BS6 দূষণ বিধি মেনে দুটি নতুন মোটরসাইকেল নিয়ে এল Bajaj; দাম শুরু 40,794 টাকা থেকে

language dropdown

BS6 দূষণ বিধি মেনে দুটি নতুন মোটরসাইকেল নিয়ে এল Bajaj Auto। চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে নতুন Bajaj CT ও Bajaj Platina।

expand ছবি দেখুন
ভারতে লঞ্চ হয়েছে নতুন Bajaj CT ও Bajaj Platina

হাইলাইটস

  • BS6 দূষণ বিধি মেনে লঞ্চ হল Bajaj CT ও Platina
  • Bajaj CT100 এর দাম শুরু হচ্ছে 40,794 টাকা (এক্স শো-রুম) থেকে
  • 47,264 টাকা থেকে Bajaj Platina-র দাম শুরু হচ্ছে

BS6 দূষণ বিধি মেনে দুটি নতুন মোটরসাইকেল নিয়ে এল Bajaj Auto। চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে নতুন Bajaj CT ও Bajaj Platina। CT100 ও CT110 ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Bajaj CT। দিল্লিতে Bajaj CT100 এর দাম শুরু হচ্ছে 40,794 টাকা (এক্স শো-রুম) থেকে। Bajaj CT -এর মতোই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Bajaj Platina। 100cc ও 110cc H-Gear ভেরিয়েন্টে পাওয়া যাবে এই মোটরসাইকেল। 47,264 টাকা থেকে এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে। Platina 100 Electric-এর দাম 54,797 টাকা।

ofneiv08

Bajaj CT110-এ রয়েছে 115 cc ইঞ্জিন

Bajaj CT100-তে থাকছে একটি 102cc এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 7.5 bhp শক্তি ও 8.24 Nm টর্ক পাওয়া যাবে। Bajaj CT110-এ রয়েছে 115 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে পাওয়া যাবে সর্বোচ্চ 8.4 bhp শক্তি ও 9.81 Nm টর্ক। সঙ্গে রয়েছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই দুই মোটরসাইকেলের সঙ্গে রয়েছে ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম।

0 Comments

Bajaj Platina 100 cc ভেরিয়েন্টে রয়েছে রয়েছে 102 cc ইঞ্জিন। সঙ্গে রয়েছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। Bajaj CT100-এ একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। Bajaj Platina 110 H Gear-এ রয়েছে একটি 110 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.4 bhp শক্তি ও 9.81 Nm টর্ক পাওয়া যাবে। মোটরসাইকেলের সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। আরও ভালো পারফর্মেন্সের জন্য Bajaj Platina-র দুই ভেরিয়েন্টেই রয়েছে ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.