BS6 ভেরিয়েন্টে লঞ্চ হবে আরও শক্তিশালী Bajaj Pulsar NS160

language dropdown

2020 BS6 Bajaj Pulsar NS160 -এ 17 bhp শক্তি পাওয়া যাবে। BS4 মডেলে 15.5 bhp শক্তি পাওয়া যেত। আগের মতোই  BS6 ভেরিয়েন্টে একটি 160.3cc ইঞ্জিন থাকবে।

expand ছবি দেখুন
BS6 মডেলে Bajaj Pulsar NS160 তে আগের থেকে 1.5 bhp বেশি শক্তি পাওয়া যাবে

হাইলাইটস

  • শীঘ্রই লঞ্চ হবে BS6 Bajaj Pulsar NS160
  • BS6 ভেরিয়েন্টে একটি 160.3cc ইঞ্জিন থাকবে
  • 1 লক্ষ টাকার আশেপাশে এই মোটরসাইকেল লঞ্চ হতে পারে

সম্প্রতি ভারতে প্রায় সব মোটরসাইকেলের BS6 ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। এই সব মোটরসাইকেলের BS4 মডেলের তুলনায় BS6 মডেলের ইঞ্জিনের শক্তি কমেছে। যদিও ব্যতিক্রম Bajaj Pulsar NS160। নতুন Pulsar -এর BS6 ভেরিয়েন্টে BS4 ভেরিয়েন্টের তুলনায় বেশি শক্তি পাওয়া যাবে। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে 2020 BS6 Bajaj Pulsar NS160 -এ 17 bhp শক্তি পাওয়া যাবে। BS4 মডেলে 15.5 bhp শক্তি পাওয়া যেত। আগের মতোই  BS6 ভেরিয়েন্টে একটি 160.3cc ইঞ্জিন থাকবে।

bajaj pulsar ns160 first ride

আগের মতোই  BS6 ভেরিয়েন্টে একটি 160.3cc ইঞ্জিন থাকবে

1.5 bhp বেশি শক্তির কারণে এই মুহূর্তে 160cc সেগমেন্টের সবথেকে শক্তিশালী মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিতে চলেছে নতুন Bajaj Pulsar NS160। নতুন Pulsar -এ Suzuki Gixxer 155, TVS Apache RTR 160 4V, Yamaha FZ-S ও Honda CB Hornet 160R এর থেকে বেশি শক্তি পাওয়া যাবে।

এসে গেল নতুন Bajaj Dominar 250; দাম ও ফিচারগুলি দেখে নিন

TVS Apache RTR 160 -র 159.7cc অয়েল কুলড ইঞ্জিনে 16.5 bhp শক্তি পাওয়া যায়। অন্যদিকে Gixxer এ রয়েছে একটি 155cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 14.6 শক্তি মিলবে। Honda CB Hornet 160R -এর 162.7cc ইঞ্জিনে সর্বোচ্চ 15.66 bhp শক্তি পাওয়া যায়।

0 Comments

এই মুহূর্তে BS4 ইঞ্জিনে Bajaj Pulsar NS160 এর দাম শুরু হচ্ছে 83,000 টাকা থেকে। BS6 ভেরিয়েন্টে 1 লক্ষ টাকার আশেপাশে এই মোটরসাইকেল লঞ্চ হতে পারে।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.