Diwali Discounts 2019: ছোট গাড়ির সেরা অফারগুলি দেখে নিন

language dropdown

উৎসবের মরশুমে বিভিন্ন কোম্পানির হ্যাচব্যাক গাড়ির সেরা অফারগুলি দেখে নিন।

expand ছবি দেখুন
সব কোম্পানি হ্যাচব্যাক গাড়িতে দুর্দান্ত অফার ঘোষনা করেছে

সামনেই দীপাবলি। এই সময় গোটা দেশে গাড়ি বিক্রিতে জোয়ার আসে। প্রায় সব কোম্পানিই অফারের ডালি সাজিয়ে হাজির হয়। 2019 সালও ব্যতিক্রম নয়। চলতি বছরে হ্যাচব্যাক থেকে এসইউভি সব ধরনের গাড়িতেই ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়, বিনামূল্যে বিমা, অতিরিক্ত ওয়্যারিন্টির মতো সুবিধা মিলছে। আগামী বছর এপ্রিল মাস থেকে BS6 ইঞ্জিনের গাড়ি বিক্রির নিয়ম শুরু হবে বলে অনেকেই এই সেলে গাড়ি কেনার পরিকল্পনা করেছেন। বিশেষ করে ডিজেল গাড়িতে বেশি সুবিধা পাওয়া যাবে। উৎসবের আগে বিভিন্ন কোম্পানির হ্যাচব্যাক গাড়ির সেরা অফারগুলি দেখে নিন।

ডিজেল মডেলের Swift গাড়িতে 77,600 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Maruti Suzuki। এই গাড়ি কিনলে 30,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট, 20,000 টাকা এক্সচেঞ্জ বোনাস, 10,000 টাকা কর্পোরেট ডিসকাউন্ট আর 17,600 টাকা দামের পাঁচ বছরের এক্সটেনডেড ওয়্যারিন্টি বিনামূল্যে পাওয় যাবে। Celerio আর Alto 800 গাড়িতে 60,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Grand i10 গাড়িতে 95,000 টাকার সুবিধা দিচ্ছে Hyundai। পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে এই সুবিধা পাওয়া যাবে। পেট্রল ও ডিজেল i20 গাড়িতে কিনলে 65,000 টাকার সুবিধা পাওয়া যাবে।

Honda Jazz কিনলে 25,000 টাকা ডিসকাউন্ট আর পুরনো গাড়ি এক্সচেঞ্জে অতিরিক্ত 25,000 টাকা ছাড় মিলবে। Volkswagen গাড়িতে থাকছে 1.01 লক্ষ টাকার সুবিধা।

গত বছরের Kwid মডেলে 20,000 টাকা ছাড় দিচ্ছে Renault। সাথে 1 টাকায় বিমা আর 2,000 টাকা কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া 2019 Kwid মডেলে 10,000 টাকার সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে 2,000 টাকা কর্পোরেট ছাড়।

KUV100 Nxt গাড়িতে 56,000 টাকা ছাড় দিচ্ছে Mahindra। এই গাড়ি কিনলে 35,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আর পুরনো গাড়ি এক্সচেঞ্জে অতিরিক্ত 29,000 টাকা ছাড় মিলবে।

0 Comments

Tiago গাড়িতে 15,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আর 5000 টাকা কর্পোরেট ছাড় দিচ্ছে Tata Motors। Tata Bolt গাড়িতে 70,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.