Suzuki Gixxer 250: এক নজরে সব তথ্য

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন Suzuki Gixxer 250। কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল Gixxer SF 250। এবার 250 cc সেগমেন্টে ভারতে আরও একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করল জাপানের কোম্পানিটি।

ছবি দেখুন
শুধুমাত্র ভারতের জন্য ডিজাইন হয়েছে Suzuki Gixxer 250

হাইলাইটস

  • Suzuki Gixxer 250 এর দাম 1.60 লক্ষ টাকা
  • এই মোটরসাইকেলের ওজন 156 কিলোগ্রাম
  • থাকছে একটি 249 cc ইঞ্জিন

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন Suzuki Gixxer 250। কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল Gixxer SF 250। এবার 250 cc সেগমেন্টে ভারতে আরও একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করল জাপানের কোম্পানিটি। নতুন এই মোটরসাইকেল ভারতের বাজারে Yamaha FZ25, KTM 250 Duke আর Bajaj Dominar 400 এর সামনে কড়া প্রতিযোগীতার সম্মুখীন হবে।

ইঞ্জিন

f9k37dmk

Suzuki Gixxer 250 মোটরসাইকেলে থাকছে একটি 249 cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 6 bhp শক্তি আর 22.6 Nm টোর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

ডিজাইন

sr2eg8e8

Gixxer 155 মোটরসাইকেলের সাথে Gixxer 250 এর ডিজাইনে অনেক মিল রয়েছে। 155 ভেরিয়েন্টের মতোই এই মোটরসাইকেলেও থাকছে ফুল এলইডি ইউনিট। থাকছে চওড়া ফুয়েল ট্যাঙ্ক আর স্প্লিট সিট ডিজাইন। এছাড়াও স্টাইলিং এর জন্য Suzuki Gixxer 250 তে রয়েছে অ্যালয় হুইল, ব্রাশ ফিনিশ আর ডুয়াল ক্রোম এক্সহস্ট।

ফিচার্স

iv7igup8

0 Comments

নতুন Suzuki Gixxer 250 মোটরসাইকেলে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার কনসোল। ব্যাকলিট এইই ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখার সময় কোন সমস্যা হবে না। থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। আরামদায়কভাবে বসে এই মোটরসাইকেল চালানো যায়। লম্বা সফরের জন্য থাকছে ক্লিপ অন হ্যান্ডেল বার।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Be the first one to comment
Thanks for the comments.